গাজায় আবারও হাসপাতালে হামলা চালাল ইসরায়েলি বাহিনী

গাজায় আবারও হাসপাতালে হামলা চালাল ইসরায়েলি বাহিনী

আবারও হাসপাতালে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। গতকাল(১৯ জানুয়ারি) গাজার খান ইউনিস এলাকার আল আমাল হাসপাতালে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি।

ইসরায়েলের দাবি, খান ইউনিস শহরটি এখন হামাসের মূল ঘাঁটি। হাসপাতালে হামলার বিষয়টি তারা যাচাই করে দেখছে। খবর আল জাজিরা।

চলমান যুদ্ধে গাজার অধিকাংশ হাসপাতাল বন্ধ হয়ে গেলেও দক্ষিণাঞ্চলে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। তবে খান ইউনিস শহরের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হতে থাকায় এই হাসপাতাল গুলোও হামলার শিকার হওয়ার ঝুঁকিতে পড়েছে।

গত সপ্তাহ থেকে ইসরায়েলি বাহিনী খান ইউনিসের দখল নিতে নতুন করে শহরটির দিকে অগ্রসর হতে শুরু করে।

গাজায় সচল থাকা সবচেয়ে বড় হাসপাতাল হল নাসের হাসপাতাল। সর্বশেষ খবর মতে খান ইউনিস শহরের নিকটবর্তী নাসের হাসপাতালের দিকেও এগিয়ে যাচ্ছে ইসরায়েলি ট্যাংক।  

নাসের হাসপাতালে অবস্থানকারী লোকজন জানিয়েছেন, তারা পশ্চিম দিক থেকে গোলার শব্দ শুনতে পাচ্ছেন। দক্ষিণ ভাগেও ব্যাপক বন্দুকযুদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS