গাংনী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার

গাংনী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার

সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমুলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করেছে গাংনী উপজেলা ছাত্রলীগ।

বহিষ্কৃতরা হলেন-গাংনী উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি আতিকুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আলী ও সাহারবাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কাথুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুবায়েদ হোসেন জামিল।

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক আসিফঅনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু তার নিজস্ব ফেসবুক পেজে এ বহিষ্কার পত্র প্রকাশ করেন।  

বহিষ্কার পত্রে ওই তিন নেতাকে স্থায়ী বহিষ্কারের জন্য মেহেরপুর জেলা ছাত্রলীগের কমিটিকেও সুপারিশ করা হয়েছে।

তবে, গাংনী উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃ সহত-সভাপতি  আতিকুজ্জামান সবুজ বলেছেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় আমাদের বহিষ্কার করা হয়েছে। এ নির্বাচনে ছাত্রলীগের আরও ২৬ নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করেছেন। তাদেরও বহিষ্কার করা হোক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS