গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫০ জন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
বুধবার (১৭ জানুয়ারি) টেলিগ্রামে এক পোস্টে মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকজন ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে যেতে পারছেন না।
মঙ্গলবার দক্ষিণ গাজায় রাফাহ ও খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হন।
৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪ হাজার ৪৪৮ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৬১ হাজার ৫০৪ জন।
এদিকে গাজা উপত্যকায় জিম্মিদের কাছে ওষুধ সরবরাহ এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে বাসিন্দাদের জন্য ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি সংক্রান্ত চুক্তিতে পৌঁছেছে ইসরায়েল ও হামাস। কাতার এ তথ্য জানিয়েছে।
পশ্চিম তীরে অভিযানে আটক ৮৫
ইসরায়েলি বাহিনীর চালানো সর্বশেষ অভিযানে অধিকৃত পশ্চিম তীরে ৮৫ ফিলিস্তিনি আটক হয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে ৪০ ফিলিস্তিনি রয়েছেন, যারা গাজার বাসিন্দা, কিন্তু কাজ করতেন পশ্চিম তীরে।
৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ছয় হাজার ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন
অন্যদিকে পশ্চিম তীরের তুলকারেমে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন চারজন। এর আগে শহরজুড়ে চলে সহিংস অভিযান। নাবলুসের কাছে বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হন।