যৌন নির্যাতন মামলায় আদালতে ট্রাম্প

যৌন নির্যাতন মামলায় আদালতে ট্রাম্প

কেবলই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ে প্রথম জয় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিউইয়র্কের একটি আদালতে হাজির হতে হয়েছে।লেখক ই জিন ক্যারলের মানহানির মামলায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি আদালতে হাজির হন।  

অভিযোগ রয়েছে, ওই লেখিকাকে ৯০ দশকে যৌন হেনস্তা করেন ট্রাম্প।

ক্যারলের আইনজীবী আদালতকে বলেন, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ওই লেখিকার  জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন। ২০১৯ সালে ঘটনাটি প্রকাশ্যে আসে। ওই লেখিকাকে ১৯৯৬ সালে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্টাল স্টোরে ড্রেসিং রুমে ট্রাম্প আক্রমণ করেছিলেন।

ট্রাম্প অবশ্য ক্যারলের আইনজীবী বিবৃতি দেওয়ার আগে আদালত ছাড়েন।

মিসেস ক্যারল নিউইয়র্কের একজন কলামিস্ট, মানহানির জন্য ১০ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন। এখন বিচারকরা বিবেচনা করবেন মিসেস ক্যারলকে কত ক্ষতিপূরণ দিতে হবে ট্রাম্পের। নাকি ৭৭ বছর বয়সী এ নেতার বিরুদ্ধে ওই লেখিকা বানোয়াট অভিযোগ করেছেন। ট্রাম্প এরই মধ্যে মিসেস ক্যারলের বিরুদ্ধে একটি মানহানির মামলা হেরেছেন।

গত বছরের মে মাসে একটি আদালত মানহানির মামলায় ট্রাম্পকে ৫ মিলিয়ন ডলার দেওয়ার আদেশ দেন।

ট্রাম্প বলেছেন তিনি মিসেস ক্যারলকে চিনতেন না এবং তিনি তার স্মৃতিকথা বিক্রি করার জন্য এ গল্প বানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS