ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদকে (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে ডিবি পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়।
এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার রেলক্রসিং এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র কৌশলী আবু জাফর মো. রাশেদ মিলন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন নগরীর নওমহল এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ জামালী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে। ওই মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়।