ষষ্ঠ উপজেলা নির্বাচন রোজার আগেই শুরু

ষষ্ঠ উপজেলা নির্বাচন রোজার আগেই শুরু

রোজার আগেই শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন হবে রোজার আগেই।অন্য ধাপের ভোট হবে ঈদের পর।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, আমরা তালিকা পেয়েছি সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত আছি। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।  

অতিরিক্ত সচিব বলেন, ৪৮৫ টা নির্বাচনযোগ্য উপজেলার তালিকা পেয়েছি। যেহেতু ২০১৮ সালে মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী সব উপজেলাই নির্বাচনযোগ্য।

এই কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা সামনে এবং রোজার বিষয়টি আমরা বিবেচনা করবো। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন না হওয়ার প্র্যাকটিস আছে, সেজন্য রোজার আগে নির্বাচন হতে পারে, পরবর্তী ধাপগুলো ঈদের পরে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যদি কমিশন অনুমোদন দেয় তাহলে রোজা শুরু হওয়ার আগেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে।

আগামী ১০ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভর করে) থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS