দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অতি বর্ষণে শহরের মেট্রো স্টেশনসহ বেশ কিছু অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে।
রোববার বার্তা সংস্থা এএফপিকে দমকল বাহিনী বিভাগ জানিয়েছে, রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১ জন মারা গেছেন।
প্রবল বৃষ্টির ঝড় রিওর উত্তরাঞ্চলে বিশেষভাবে আঘাত হানে। এতে সেখানকার মানুষ বন্যা, ভূমিধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দমকলকর্মীরা এখনও একজন নারীর সন্ধান করছেন। ওই নারী রোববার সন্ধ্যায় তার গাড়িসহ পানিতে পড়ে যাওয়ার পর নিখোঁজ হন।
পানি আভেনিদা ডি ব্রাসিলের কিছু অংশে গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছেছে। এটি শহরের একটি প্রধান সড়ক।
মেয়র এদোয়ার্দো পেস এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধার অভিযান যেন ব্যাহত না হয় সেজন্য মেয়র সবাইকে নিজস্ব সুরক্ষার জন্য বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।
দেশটির প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণকারী একটি জাতীয় সংস্থা জানিয়েছে, রিও ডি জেনিরো শহরের আশপাশের ৮টি শহরে ভূমিধসের উচ্চ ঝুঁকি রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে