নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপি ইতোমধ্যে ৪৮ হরতাল ঘোষণা করেছে। গণতন্ত্র মঞ্চ এখনো এ ধরনের কর্মসূচির ঘোষণা না দিলেও শনিবার (৬ জানুয়ারি) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে।এদিনই ৭ জানুয়ারি বা ভোটের দিনের কর্মসূচি জানাবেন মঞ্চের নেতারা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বিক্ষোভের ঘোষণা দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।
তিনি বক্তব্যে বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে আছে, শনিবার ও রোববার হরতাল ডেকেছে। আমরা গণতন্ত্র মঞ্চ ৩১ দফার ভিত্তিতে এক দফার আলোকে শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করব। এদিন আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্রের মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।