কক্সবাজারে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৩ এপ্রিল, রোববার দুপুরে নাজিরা পয়েন্টে ট্রলারটি ডুবন্ত অবস্থায় ছিল। এ সময় ট্রলারের কোল্ড স্টোর (মাছ রাখার বিশেষ স্থান) থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, সাগরে আংশিক ডুবন্ত অবস্থায় ছিল ট্রলারটি। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কোল্ড স্টোর চেক করতে গিয়ে ১১ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। অর্ধগলিত হওয়া কাউকে ভালোমতো চেনা যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১১ জনের মরদেহ পাওয়া গেছে। আরও মরদেহ আছে কি না তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলছে।