বিশ্বব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
- Update Time :
Saturday, April 22, 2023
-
42 Time View
World Bank on glass building. Mirrored sky and city modern facade. Global capital, business, finance, economy, banking and money concept 3D rendering animation.
বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে এনার্জি সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- পদের নাম: সিনিয়র এনার্জি স্পেশালিস্ট
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা জ্বালানি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এনার্জি সেক্টর প্রজেক্টস অ্যান্ড ডায়ালগসে ম্যানেজমেন্ট লেভেলে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিশিয়েন্সি, স্টোরেজ, হাইড্রোজেন, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, স্মার্ট গ্রিড, পাওয়ার ডিচপ্যাস, পাওয়ার ইউটিলিটিস, টেকনিক্যাল, ইকোনমিক/ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস অব প্রজেক্টের মধ্যে যেকোনো একটা বা সব কটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৩।
Please Share This Post in Your Social Media