মাসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাউথ বাংলা হাসপাতালের ওটি বন্ধ

মাসহ নবজাতকের মৃত্যুর ঘটনায় সাউথ বাংলা হাসপাতালের ওটি বন্ধ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার।  

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন এক লিখিত আদেশে সাউথ বাংলা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখার এ নির্দেশ দেন।

লিখিত আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অপারেশনের হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লায় নেওয়ার পথে মা সহ নবজাতকের মৃত্যু হয়।  

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর সিভিল সার্জনের গঠন করা তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাউথ বাংলা হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো।  

লিখিত আদেশে আরও বলা হয়, এর ব্যত্যয় হলে আপনার এবং আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯৮২ সালের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা আইনে বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

জেলা সিভিল সার্জন ড. মাসুম ইফতেখার জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS