বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় আসন্ন নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এসময় সারাহ কুকের সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সভাপতি শাম্মী আক্তারের যৌথ ছবি জুরে দেওয়া হয়।