বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের : আরাফাত

বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের : আরাফাত

বাংলাদেশের দিকে নজর বিশ্বের সুপার পাওয়ারদের- এমন মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জিত কাজ বিষয়ক প্রকাশনা ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য (২০১৯-২৩)’ এর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরাফাত বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন, আমি বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি মেনেই চলি। সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখি। যার কাছ থেকে যেটা পাই সেটা এনে এদেশের মানুষের জন্য দিয়ে দিয়েছি। আমি আদার বেপারি; আমার জাহাজের খবর নেওয়ার দরকার নাই।

এই সংসদ সদস্য বলেন, দেশের সকল সেক্টরে এ অগ্রগতি সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থনীতি যেভাবে এগিয়েছে আবার ভূরাজনৈতিক অবস্থার কারণে আমরা গুরুত্বপূর্ণ একটি জায়গায় পৌঁছেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে যে কাজটি করেছিল সেটি হচ্ছে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করা। আর এতে করে বাংলাদেশ বহু ক্ষেত্রে অনেক সুবিধা পেয়েছে। এরপর একে একে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS