প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে এসেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। বুধবার বিকেল থেকে ‘ছায়াবাজ’ নামের সেই ছবির একটি গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয়েছে কক্সবাজারের লোকেশনে। তাঁর আগে গতকালই সকালে বিমানে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।
‘ছায়াবাজ’ একটি পারিবারিক গল্পের ছবি। এতে সায়ন্তিকার চরিত্রের নাম ডায়না। বাংলাদেশে পৌঁছে শুটিংয়ে যোগ দিয়ে উচ্ছ্বাস ও আনন্দের কথা জানান সায়ন্তিকা। বুধবার বিকেলে কক্সবাজার শুটিং লোকেশন থেকে প্রথম আলোকে সায়ন্তিকা বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। শুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গাটা। মনেই হচ্ছে না যে শুটিং করছি। খুবই ভালো লাগছে। মনে হচ্ছে, ছুটিতে ঘুরতে এসেছি এখানে। এত আরামদায়কভাবে, সুন্দরভাবে শুটিং চলছে।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার নায়ক জায়েদ খানসহ সিনেমার পুরো টিম যেভাবে আমাকে সম্মান দেখাচ্ছেন, ভাষায় প্রকাশ করার মতো নয়। আগেও শুনেছি, এসে প্রমাণও পেলাম বাংলাদেশের মানুষের আন্তরিকতা, আতিথেয়তা, আপ্যায়নের বিষয়ে কোনো কথা হবে না। এককথায় দারুণ।’
বাংলাদেশের এই ছবির সঙ্গে কীভাবে যুক্ত হলেন? জানতে চাইল, এই নায়িকা বলেন, ‘বেশ কয়েক মাস ধরে এই ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। গল্প শুনে, চিত্রনাট্য পড়ে পছন্দ হয়ে গেল। রাজি হলাম। কারণ, গল্প আর চরিত্র পছন্দ না হলে আমি কাজ করি না। সেটা আমার ইন্ডাস্ট্রিতে হলেও। আর এ কারণেই বছরে খুব একটা বেশি সিনেমায় কাজ করি না আমি। তা না হলে ভক্ত-দর্শকেরাও আমার সিনেমা পছন্দ করবেন না।’
এই অভিনেত্রীর কথা, মানুষ আমাদের ভালোবাসেন, আমাদের কাজ ভালোবাসেন। এর বিনিময়ে মানুষ কিন্তু কোনো কিছুই আমাদের কাছ থেকে চান না। বলতে পারেন, প্রিয় শিল্পীদের সঙ্গে দর্শকের ওয়ান ওয়ে লাভ স্টোরি। আমাদের দর্শক ভালোবাসেন, আমরা দর্শককে ভালোবাসি কি না, তা তাঁরা দেখেন না। কিন্তু দর্শকের জন্য অবশ্যই আমাদের কাজের একটা দায়বদ্ধতা আছে। সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়।’
‘ছায়াবাজ’ ছবিতে সায়ন্তিকার নায়ক জায়েদ খান। আগে থেকে তাঁর সঙ্গে জানাশোনা ছিল না। বাংলাদেশে এসেই তাঁর সঙ্গে প্রথম দেখা, প্রথম পরিচয় এই নায়িকার। এ ব্যাপারে সায়ন্তিকা বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তাঁর! প্রথম দেখায়ই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যেকোনো শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তাঁর মধ্যে সেই গুণ আছে।
হতে পারে একসময় কলকাতার ইন্ডাস্ট্রিতেও জায়েদ খান কাজ করবেন। আমি এখানে কাজ করতে এসেছি, জায়েদও ওখানে কাজ করতে যাবেন। আমিও চাই এটি।’
এর আগে কলকাতার ‘নাকাব’ ছবিতে বাংলাদেশের শিল্পী শাকিব খানের সঙ্গে প্রথম কাজ হয় সায়ন্তিকার। ২০১৮ সালে মুক্তি পায় পায় ছবিটি। কিন্তু তারপর শাকিব খানের সঙ্গে আর কাজ হয়নি এই ভারতীয় অভিনেত্রীর। কেন?
জানতে চাইলে সায়ন্তিকা বলেন, ‘দেখুন, এরপর আমার নিজের বেশ কিছু কাজের শিডিউল দেওয়া ছিল। তা ছাড়া কোভিডের কারণে দীর্ঘ দিন শুধু আমাদের দুই বাংলা নয়, গোটা পৃথিবীর সিনেমা ইন্ডাস্ট্রিই থমকে গিয়েছিল। ফলে কাজও হয়নি। ভালো গল্প ও চরিত্রে শাকিব খানের বিপরীতে কাজের সুযোগ হলে অবশ্যই করব।’
বাংলাদেশে এলেন, শাকিব খানের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে ‘অভিমান, ‘আওয়ারা’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘শাকিবের সঙ্গে দেখা হতে পারে, আপাতত জায়েদ খানের সঙ্গে কাজটি নিয়ে রোমাঞ্চিত আমি।’