জুন থেকেই সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল

জুন থেকেই সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল

জুন থেকেই সকাল-সন্ধ্যা চলবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

গত বছরের ডিসেম্বরে চালুর পর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলাচল করতো মেট্রোরেল। এর পর ধীরে ধীরে বাড়ানো হয় সময়সীমা।

এম এ এন ছিদ্দিক এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, আমরা ১২টা থেকে সময় বাড়িয়ে ২টা পর্যন্ত নিয়েছি। খুব দ্রুত এটা ৪টা পর্যন্ত নিয়ে যাব। জুন মাসের ভিতরেই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। তারপর ডিমান্ডটা অ্যানালাইসিস করবো।

এমআরটি লাইন-৬ র শেষ গন্তব্য কমলাপুর। মতিঝিল পর্যন্ত অবকাঠামো আর সাতটি স্টেশনের কাজ প্রায় শেষ।

এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমরা আর্লি কমিশনিংয়ের জন্য চেষ্টা করছি। যদি ডিসেম্বরের আগেই সব শেষ করা সম্ভব হয় তাহলে ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত চালু করে দেবো।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে পারফরমেন্স টেস্ট শুরু হবে জুলাইয়ে।

/এনএএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS