News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
রাজধানীতে বিকেলের বৃষ্টিতে ডুবেছে সড়ক, যানজটে ঘরমুখী মানুষ

রাজধানীতে বিকেলের বৃষ্টিতে ডুবেছে সড়ক, যানজটে ঘরমুখী মানুষ

রাজধানীতে আজ বুধবার টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে রাজধানীতে ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। ফলে অফিসফেরত মানুষেরা পড়েন চরম দুর্ভোগে।

বিকেল পাঁচটার দিকে মতিঝিল থেকে মিরপুর ১১ নম্বরে বাসার উদ্দেশে রওনা করেন সরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাজেদা আক্তার। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, বাসায় পৌঁছাতে তাঁর আড়াই ঘণ্টা লেগেছে। স্বাভাবিক সময়ে এক ঘণ্টার মধ্যেই বাসায় পৌঁছে যান।

সড়ক পানিতে তলিয়ে থাকায় ব্যবসায়ী মাহমুদুল হাসান গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারে পরিচিত এক দোকানির দোকানে অপেক্ষা করছেন। রাত সাড়ে আটটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর বাসা পুরান ঢাকার কায়েৎটুলী এলাকায়। সেখানে যেতে হলে কাজী আলাউদ্দিন রোড হয়েই যেতে হয়। সড়কটি পানিতে তলিয়ে আছে। এমনকি আশপাশের এলাকার সড়কেরও একই অবস্থা বলে শুনেছেন। পানি কিছুটা কমলে তিনি বাসায় ফিরবেন।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, আজ ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুই দিন ধরে টিপটিপ করে বৃষ্টি হলেও আজ হয়েছে মুষলধারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ শাহজাহানপুর, শান্তিবাগ, মোমিনবাগ, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, দৈনিক বাংলা, রাজারবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, পুরানাপল্টন, মতিঝিল, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড, আগা সাদেক রোড, সিক্কাটুলী, গ্রিনরোড, পূর্ব জুরাইন, মিরপুর, শেওড়াপাড়া ও কাজী পাড়ায় কিছু এলাকায় সড়ক পানিতে ডুবে ছিল। ফলে এসব রোডে যানবাহন চলাচল করে ধীরগতিতে। অনেক জায়গায় অফিসফেরত মানুষেরা যানবাহন না পেয়ে পানি ভেঙে হেঁটেই বাসায় রওনা হয়। দু–এক জায়গায় ইঞ্জিনে পানি ঢুকে অটোরিকশা বিকল হতেও দেখা গেছে।

রাত নয়টার দিকে পুরান ঢাকার সিক্কাটুলী এলাকার বাসিন্দা খাদিজা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ১০ মিনিট বৃষ্টি হলে তাঁদের এলাকার সড়কে হাঁটুসমান পানি জমে। আজ তো অনেক বৃষ্টি হয়েছে, পানি জমেছে কোমরসমান। রাতেও সড়ক পানিতে তলিয়ে আছে। বৃষ্টি হলেই তাঁরা চরম ভোগান্তিতে পড়েন।
রাত পৌনে নয়টার দিকে গুগল মানচিত্রে রাজধানীর বেশির ভাগ এলাকার সড়কে যানজট লেগে আছে। খোঁজ নিয়ে জানা যায়, কিছু কিছু সড়কে এখনো পানি জমে থাকার কারণে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এদিকে গত কয়েক দিনের বৃষ্টিতে অনেকটা পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন ঢাকা দক্ষিণ সিটির ৬৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ডের কাউন্সিলর আ. মতিন সাউদ প্রথম আলোকে বলেন, তাঁর ওয়ার্ডের অন্তত তিন লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। রাস্তাঘাট পানিতে ডুবে থাকার কারণে লোকজন বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। এলাকার সড়ক সংস্কারকাজ হলেও নর্দমার কাজ না হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে লোকজনকে অনেক ভোগান্তিতে পড়তে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS