প্রশাসনকে অন্যায় আদেশ না মানতে বললেন ফখরুল

প্রশাসনকে অন্যায় আদেশ না মানতে বললেন ফখরুল

প্রশাসনকে অন্যায় আদেশ না মেনে দেশ ও জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আপনারা (প্রশাসন) সঠিকভাবে দায়িত্ব পালন করুন। দেশ ও জনগণের পক্ষে থাকুন। অন্যায় আদেশ মানবেন না। নিপীড়িত জনগণের পাশে থাকুন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (৫ আগস্ট) দুপুরে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গুম, খুন ও হয়রানি করে মানুষের আকাঙ্ক্ষা স্তব্ধ করা যাবে না। এটি আমাদের অন্তর্গত শক্তি। এক সময় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন গণতন্ত্রের জন্য লড়াই করছি।

তিনি বলেন, আওয়ামী লীগ দুইবার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে হাস্যকর অবস্থায় ক্ষমতা দখল করে আছে। তারা আবারও আগের মতো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সেজন্যই ডিসি-এসপি রদবদল, প্রশাসনিক কর্মকর্তাদের পদোন্নতি দিচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, অবশ্যই এ সরকারকে পদত্যাগ করতে হবে। তারা ক্ষমতায় থাকলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। মানুষ এখন জেগে উঠেছে। তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের হাতে কেউ নিরাপদ নয়। গত কয়েক বছরে ৫৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বহু সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গুলি করা হচ্ছে, হাতুড়ি দিয়ে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS