দুধকুমারের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপরে, চরাঞ্চল প্লাবিত

দুধকুমারের পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপরে, চরাঞ্চল প্লাবিত

উজানের ঢল আর বৃষ্টিপাতে কুড়িগ্রামের দুধকুমার, ব্রহ্মপুত্র, ধরলাসহ সবকটি নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দুধকুমার ও ধরলা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চল ছাপিয়ে পানি এখন অপেক্ষাকৃত উচু স্থানে প্রবেশ করছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়, সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে ২২ সেন্টিমিটার এবং সদর পয়েন্টে ১ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপর দিকে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তি চরাঞ্চল ও নিম্নাচঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ি-ঘরে পানি উঠেছে, ডুবে গেছে রাস্তাঘাট, ফসলের খেত। পানি বন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। বিশেষ করে দুধকুমার নদীর অববাহিকার ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ইসলামপুর, চর শতীপুরি, নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর, চর লুছনী, ফান্দের চরসহ বিভিন্ন চরাঞ্চেলের অন্তত পাঁচ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, কুড়িগ্রামের ১৫টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদের পানি আগামী ৬দিন পর্যন্ত পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পারে। ফলে বন্যার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS