ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি। মুক্তির আগে থেকেই প্রচারে ছিলেন নিরব। কথা ছিল, মুক্তির পর হলে হলে যাবেন, দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন। কিন্তু তা আর হলো না। জ্বরে আক্রান্ত হয়ে বিশ্রামে এই নায়ক। ঈদের দিন বসুন্ধরা সিনেপ্লেক্সে বিকেলের শো শেষ হওয়ার আগে সেখানে যান নিবর। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শরীর জ্বর জ্বর অনুভব হলে বাসায় ফিরে যান। বাসায় ফিরেই জ্বর আরও বেশি জেঁকে বসে তাঁর শরীরে।
শুক্রবার সন্ধ্যায় এই প্রতিবেদকের পক্ষ থেকে যখন নিরবের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তিনি ভালোভাবে কথাও বলতে পারছিলেন না। জ্বরের সঙ্গে প্রচণ্ড কাশিতেও ভুগছেন তিনি। নিরব বলেন, ‘ঈদের আগের দিন থেকেই শরীরটা জ্বর জ্বর লাগছিল। ভাবলাম, ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এই ভেবে ঈদের দিন বিকেলের শোতে বসুন্ধরা সিনেপ্লেক্সে গেলাম। কিন্তু গিয়ে ১০ মিনিটও থাকতে পারিনি। শরীরে জ্বর বাড়তে থাকে। কোনোমতে বাসায় ফিরেই বিছানাগত হয়ে গেছি। এখন শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি।’
নিরব আরও বলেন, ‘কোনো কিছুই খেতে পারছি না। মনে হচ্ছে শরীরের ওজনও কমে গেছে। যা খাচ্ছি, তাই মনে হচ্ছে তিতা।’
বিছানায় শুয়ে আফসোস করে এই নায়ক আরও বলেন, ‘ইচ্ছা ছিল ঈদের সময় হলে হলে যাব। দর্শকের সঙ্গে বসে নিজের সিনেমা দেখব। তাঁদের সঙ্গে কথা বলব, ছবি তুলব। এখন কবে কখন জ্বর কমবে, কে জানে!’
হলে হলে না যেতে পারলেও কষ্ট করে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু জায়গায় সিনেমাটির খবরাখবর রাখছেন নিবর। তিনি বলেন, ‘ব্লকবাস্টার সিনেমাজ ও স্টার সিনেপ্লেক্সে দুটি করে শো চলছে ছবির। আজ সন্ধ্যার আগে আগে খবর নিয়েছি। দুই জায়গাতেই বিকেলের শো হাউসফুল। খবরটি শুনে ভালো লাগল।’
সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিটি ঈদুল আজহায় দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।