ঈদের পরদিন আজ শুক্রবার সাবেক স্ত্রী অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানালেন শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করেন তিনি। হঠাৎ কেন এমনটা করলেন, সেটা তাঁর দেওয়া পোস্টে পরিষ্কার করেছেনও।
সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’ ছবিটি অপু-জয়—এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হয়েছে। জয়ের পুরো নাম আব্রাহাম খান জয়, শাকিব খানের সন্তান। সন্তানের নামটি ছবির প্রযোজনায় দেখার বিষয়টি বাবা শাকিবকে বেশ আবেগতাড়িত করেছে বলে জানালেন।
শাকিব খান লিখেছেন, ‘এই ঈদে অপু-জয় প্রোডাকশন হাউসের প্রথম চলচ্চিত্র “লাল শাড়ি” মুক্তি পেয়েছে। আমার সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র এটি। বাবা হিসেবে সন্তানের নামের কারণে চলচ্চিত্রটির প্রতি আমার অন্য রকম এক আবেগ কাজ করছে। যত দূর শুনেছি, “লাল শাড়ি”র প্রেক্ষাপট আমাদের দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে ঘিরে। বিলুপ্তপ্রায় এই শিল্প এবং এর সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের জীবনযাপন, সুখ-দুঃখ এই চলচ্চিত্রের প্রাণ। তাই এই ঈদ উৎসবে পরিবার-পরিজন সবাইকে নিয়ে “প্রিয়তমা”র পাশাপাশি “লাল শাড়ি” দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
এদিকে ঈদের আলোচিত ছবি ‘প্রিয়তমা’ মুক্তির আগে তিনটি লুক প্রকাশ পায়। দ্বিতীয় লুক প্রকাশের পর তা নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন অপু বিশ্বাস। প্রথম আলোর সঙ্গে আলাপে তখন বলেছিলেন, ‘সত্যি কথা বলতে, “প্রিয়তমা”য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে দেখে আমার জাস্ট ওয়াও মনে হয়েছে। একজন নায়ক মানে এ রকমই। সবাই যাকে দেখে ওয়াও বলছে, আমি না বলে কি পারি!’
অপু জানান, ফার্স্ট লুক প্রকাশের ঘণ্টাখানেক পরই তাঁর নজরে আসে। এরপর তাঁর অ্যাডমিনকে বলেন শেয়ার করতে। অপু বলেন, ‘আমার দেখে এত ভালো লেগেছে, আমি সেই ভালো লাগা আটকে রাখতে পারিনি। সেখান থেকে শেয়ার করা। নিঃসন্দেহে এটা আমার সহশিল্পী, যার সঙ্গে আমি ৮০টির মতো ছবিতে অভিনয় করেছি, তার এই ধরনের অসাধারণ একটা ফার্স্ট লুক দেখে তো শুভকামনা জানাবই।’
অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।