এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল

এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি: মির্জা ফখরুল

বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন বিএনপির মহাসচিব। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঈদুল আজহা পালন করতে গিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। যেসব জিনিসের দাম অনেক কম ছিল, সেগুলোর দামও এখন আকাশচুম্বী। আদার দাম এক দিনে ২০০ টাকা বেড়ে গেছে। মরিচসহ অন্যান্য জিনিসেও মূল্য বৃদ্ধি পেয়েছে। এ জন্য শুধু নিম্ন আয়ের নয়, মধ্য আয়ের মানুষও অসহায় হয়ে পড়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এবারের ঈদ সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি। সমাজকে সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজে পরিণত করার লক্ষ্যে এই ঈদ আমাদের কাছে বড় ইবাদত ও উৎসবও বটে। কিন্তু ঈদে অনেকেই উৎসব করতে পারছেন না। তাই আমরা সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আপনারা জানেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। এই আন্দোলনে আমাদের ১৭ জন নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। মোটকথা, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ফলে অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে। এর অন্যতম প্রধান কারণ স্বচ্ছতার অভাব। শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা ও জবাবদিহি নেই। ফলে দেশে দুঃশাসন প্রতিষ্ঠা হয়েছে।’ তিনি চলমান আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS