কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের কালীগঞ্জের বারোবাজার পিরোজপুরের তিন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের ঠিকডাঙ্গা গ্রামের আয়ুব আলীর ছেলে অটোচালক আবুল কালাম (৩৫) ও উপজেলার সাতগাছিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৪৫)। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের সহিদ হোসেনের ছেলে মিলন হোসেন, একই এলাকার আমজাদ আলীর ছেলে আরিফ আলী, কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের পদো দাসের ছেলে অরো দাস।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস, বারোবাজার হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার সময় বারোবাজার বাসস্ট্যান্ড থেকে অটোচালক আবুল কালাম কয়েকজন যাত্রী নিয়ে কালীগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে পিরোজপুর গ্রামের তিন বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোচালক আবুল কালাম ও যাত্রী শরিফা খাতুন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত তিনজনের মধ্যে গুরুতর অবস্থায় অরো দাসকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS