একক প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে চলচ্চিত্রের নাম নিবন্ধন করতে হয়। ঈদে সিনেমা হলে মুক্তির জন্য এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’ ও ‘লাল শাড়ি’ চূড়ান্ত হয়েছে। নিবন্ধন নেওয়ার অপেক্ষায় রয়েছে ‘ক্যাসিনো’।
প্রিয়তমা
ঈদুল আজহায় প্রিয়তমা নিয়ে বড় পর্দায় আসছেন শাকিব খান। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।
সোমবার বিকেলে হিমেল আশরাফ মুঠোফোনে প্রথম আলোকে জানান, ঢাকার স্টার সিনেপ্লেক্স, যশোরের মণিহারসহ শতাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তির বিষয়ে কথাবার্তা চলছে।
সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন; পরিচালক হিমেল আশরাফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন ফারুক। সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
সুড়ঙ্গ
ছোট পর্দার আলোচিত অভিনেতা আফরান নিশোকে প্রথমবার বড় পর্দায় পাওয়া যাবে। আলফা আই ও চরকি প্রযোজিত সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্স, শ্যামলীসহ ৩০টির মতো হলে মুক্তির কথা রয়েছে। বাংলাদেশে মুক্তির পর কলকাতায় সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এসভিএফের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, ঈদের পর সিনেমাটি কলকাতার সিনেমা হলে মুক্তি পাবে।
সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ছবিটি পরিচালনা করেছেন পরাণখ্যাত রায়হান রাফী। চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।
প্রহেলিকা
আট বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। প্রহেলিকায় তাঁর বিপরীতে আছেন শবনম বুবলী। সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, সিনেমাটি স্টার সিনেপ্লেক্সসহ কয়েকটি মাল্টিপ্লেক্সে মুক্তি দিচ্ছেন তাঁরা। পরবর্তী সময়ে একক সিনেমা হলে মুক্তি দেবেন।
পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
লাল শাড়ি
সরকারি অনুদানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে নির্মিত লাল শাড়ি মুক্তি পাচ্ছে ঈদে। সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সরকারি অনুদানের ছবিটি দিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস।
ক্যাসিনো
শুটিং শেষ হওয়ার প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে সৈকত নাসিরের ক্যাসিনো। অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান ও মানি লন্ডারিংয়ের বিষয় উঠে এসেছে ছবির গল্পে। সিনেমায় অভিনয় করেছেন নিরব, শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামান।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জানিয়েছে, সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য পরিচালক যোগাযোগ করেছেন, তবে প্রযোজক আজ মঙ্গলবার আবেদন করবেন।
ঈদে এর বাইরে এবার জিম্মি, কাগজের বউ, অন্তর্জাল, রিভেঞ্জ মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিনেমাগুলো মুক্তি থেকে সরে এসেছে।