এলআরএফের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিবুর

এলআরএফের সভাপতি শামীমা, সাধারণ সম্পাদক হাবিবুর

আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচনে দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিনিধি হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলআরএফ এ

নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-উল-আলম ২০২৩-২৪ মেয়াদের জন্য নতুন কমিটির নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার মিজান মালিক ও তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচনে সংগঠনের ৯৮ ভোটারের মধ্যে ৯৩ জন তাঁদের ভোটাধিকা প্রয়োগ করেন।

১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া বাকি সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সহসভাপতি প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, দপ্তর সম্পাদক সময়ের আলোর মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী নির্বাচিত হয়েছেন।

চারটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এস এম শাকিল আহমেদ ও সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS