ইরিতে চাকরি, মূল বেতন সোয়া লাখের বেশি, আছে মাতৃত্বকালীন ভাতা

ইরিতে চাকরি, মূল বেতন সোয়া লাখের বেশি, আছে মাতৃত্বকালীন ভাতা

আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে সিনিয়র স্পেশালিস্ট-মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং (মিল) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র স্পেশালিস্ট-মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং (মিল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাগ্রিকালচার, এনভায়রনমেন্ট ও ন্যাচারাল রিসোর্সের ডেভেলপমেন্ট প্রোগ্রামে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। তত্ত্বভিত্তিক মূল্যায়ন ও কোয়ানটিটেটিভ মেথডে দক্ষ হতে হবে। এশিয়া অঞ্চলে অ্যাগ্রিকালচার ফর ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এশিয়া ও সাব-সাহারান আফ্রিকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এসটিএটিএ, এসপিএসএস বা কোয়ানটিটেটিভ ইমপ্যাক্ট ইভালুয়েশনের জন্য আর-এর কাজ জানতে হবে।

কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মূল বেতন ৭০,৬৬৭-১,৩০,৮৩৩ টাকা।
সুযোগ-সুবিধা: মাসিক বেতন ছাড়াও রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা ১৪ হাজার ৪০০ টাকা, মাতৃত্বকালীন ভাতা মাসে ২ হাজার টাকা (৯ মাস), প্রভিডেন্ট ফান্ড, স্বাস্থ্যবিমাসহ অন্যান্য সুবিধা আছে।

যেভাবে আবেদন
প্রার্থীদের অনলাইনে এ লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS