প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না ফারিয়া

প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না ফারিয়া

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে একটি আইটেম গানে দেখা যাবে নুসরাত ফারিয়াকে—এ খবর আগেই চাউর হয়। ৯ জুন গানটির ২৪ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়। আজ সোমবার বিকেলে প্রকাশিত হলো ছবির পূর্ণাঙ্গ গানটি। ‘কলিজা আর জান’ শিরোনামে ৩ মিনিট ৩০ সেকেন্ডের গানটিতে নুসরাত ফারিয়ার আবেদনময়ী উপস্থিতি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ইউটিউব, ফেসবুকে পোস্ট করা গানের ভিডিওর নিচে অনুসারীদের মন্তব্যে ফারিয়ার প্রশংসার পাশাপাশি নিশোর পারফরম্যান্সের প্রশংসাও উঠে এসেছে।

ব্যয়বহুল এই গানে নুসরাত ফারিয়ার সঙ্গে নেচেছেন একদল নৃত্যশিল্পী। ভক্তরা মন্তব্য করেছেন, ফারিয়া ও নিশোর পারফরম্যান্সের সঙ্গে গানের সেট ও লাইট ডিজাইন ভিডিওটিকে আরও আকর্ষণীয় করেছে।

মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, তখন ভারতের কলকাতায় অবস্থান করছেন ফারিয়া।

সেখান থেকে আজ সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে গানটি নিয়ে ফারিয়া বলেন, ‘ছোট্ট টিজার ছাড়ার পর থেকেই গানটি নিয়ে দর্শকের আগ্রহ আগেই দেখেছি। এখন পুরো গানটি নিয়ে বেশ হইচই হবে, আমার বিশ্বাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আঁচটাও পাচ্ছি। কারণ, নিশো ও আমাকে পর্দায় একসঙ্গে দেখার আগ্রহ অনেক দর্শকেরই আছে। সেটি অনেক জায়গাতেই শুনেছি। ফলে এই গানে আমাদের দুজনের রসায়নটা মিস করবেন না দর্শক।’

গানটি নিয়ে ফারিয়া আরও বলেন, ‘শুটিং থেকেই গানটি নিয়ে আলাদা প্রত্যাশা ছিল। কারণ, এ ধরনের গ্ল্যামারাস, চ্যালেঞ্জিং গানে পারফর্ম করার মতো আমার বাইরে এখন ঢালিউডে কেউ আছে বলে হয় না। এ ব্যাপারে আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।’

গানটি প্রকাশের পর নিজের প্রত্যাশা পূরণ হয়েছে কি না, জানতে চাইলে ফারিয়া বলেন, ‘শতভাগ মনের মতো হয়েছে। আমি শুটিংয়ে যেভাবে ভেবেছি, যেভাবে প্রত্যাশা করেছি, সবকিছুই ঠিকঠাক আছে। এর আগে ঢাকার চলচ্চিত্রে এত জাঁকজমক করে, এত সুন্দর করে, এত বাজেটের আইটেম গান হয়েছে কি না, আমার জানা নেই। দর্শকের গানটি একবার দেখলে বারবার দেখার আগ্রহ হবে।’

আইটেম গানে নাচতে কেন আগ্রহী হলেন, এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, প্রথমে কাজটি করতে রাজি ছিলেন না। প্রস্তাব পাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে গানটি করতে মত দিয়েছেন তিনি।

ফারিয়া বলেন, ‘প্রস্তাব পাওয়ার পর সময় নিয়েছি। কারণ, আমি গানের ক্ষেত্রে সব সময়ই পর্দায় নিজেকে চকচকে দেখে অভ্যস্ত। সেটা কস্টিউম থেকে শুরু করে, মেকিং ডিজাইনসহ সবকিছুতেই।  তা ছাড়া ভালো কাজের ক্ষেত্রে আমি আপস করি না। গানটির জন্য আমি যা যা চেয়েছি, পেয়েছি। বিশেষ করে মুম্বাই থেকে আমার কস্টিউম ও কোরিওগ্রাফার এসেছে। প্রায় ৪০০ নৃত্যশিল্পী দরকার ছিল, সেটিরও ব্যবস্থা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ফলে একটা জায়গায় এসে আমি কাজটি করেছি।’
অন্য নায়িকার সিনেমায় গিয়ে শুধু একটি আইটেম গানে ঢালিউডে বড় তারকাদের অংশ নেওয়ার বিষয়টি আগে তেমন দেখা যায়নি। কিন্তু নায়িকা তমার ছবিতে ফারিয়ার বেলায় ব্যতিক্রম দেখা গেল।

এ ব্যাপারে ফারিয়া জানান, ছবিতে অভিনয় না করেও কেবল আইটেম গানে পারফর্ম করা তাঁর জন্য বড় ইস্যু নয়।

ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘আমি এসব ছোট জিনিস একদমই মাথায় নিই না। কারণ, ২০১৫ সাল থেকে সিনেমায় কাজ করছি। সেটা দুই বাংলাতেই সমানভাবে করছি। আমার সম্পর্কে সবারই একটি ধারণা আছে—আমি কী ধরনের কাজ করি, কতটুকু পারি, আমার দর্শক গ্রহণযোগ্যতা কেমন। আমি বিশ্বাস করি, সেখানে যেভাবেই কাজ করি না কেন, আমার কাজের বৈশিষ্ট্য আছে; সেটা ছোট কোনো দৃশ্যে কাজ হলেও। আমি এই ছবির ছোট্ট একটা অংশ হিসেবে আইটেম গান করেছি। আমার বিশ্বাস, গানটি আলোচনায় রাখবে ছবিটিকে।

ফারিয়া আরও বলেন, ‘বাণিজ্যিক সিনেমা নিয়ে আমার একধরনের ভালো লাগা আছে। দিন শেষে সিনেমা বলতে বাণিজ্যিক সিনেমাই বুঝি আমরা। “সুড়ঙ্গ” সিনেমাটির নায়িকা আরেকজন। এখন আমার গান দেখার জন্য যদি ৫০ জন দর্শকও প্রেক্ষাগৃহে যান, তাহলেও তো বাণিজ্যিক ছবির জন্য লাভ। এতে করে দিন শেষে আমাদের সিনেমা এগোবে।’

‘কলিজা আর জান’ গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।

সুড়ঙ্গ’ ছবিটির আগামী ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। ছবিটির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS