লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইউছুফ আলী (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট সীমান্তে কাঁটাতারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ আলী উপজেলার জগতবেড় ইউনিয়নের মেছেরডাঙ্গা গ্রামে শাহ জামালের ছেলে। তাঁর লাশ কাঁটাতারের ওপারে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমারের সরকারপাড়া গ্রামে আছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও সীমান্তের স্থানীয় সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে পাটগ্রামের সাত-আটজন ব্যক্তি পাটগ্রাম ইউনিয়নের কালীরহাট ও জগতবেড় ইউনিয়নের সীমান্তে যান। সেখানে কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে মিলে তাঁরা গরু পাচারের চেষ্টা করেন। তখন বিএসএফের একটি দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইউছুফ মারা যান। বাকিরা পালিয়ে যান। পরে লাশ বিএসএফ কাঁটাতারের প্রায় ২০০ গজ ভেতরে নিয়ে রাখে। আজ বেলা ১১টা পর্যন্ত কাঁটাতারের এপার থেকে বিএসএফ সদস্যদের পাহারায় লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে মেখলিগঞ্জ থানা থেকে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘ইউছুফ আলী আমার ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের বাড়ি গিয়েছি। বিএসএফের গুলিতে তাঁর মৃত্যুর ঘটনা সত্য।’ পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনা শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়নের-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছেন। সীমান্তের কালীরহাট বিজিবি ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছেন। তবে একজন নিহত হওয়ার ঘটনাটি এখনো নিশ্চিত নন তিনি। পতাকা বৈঠক হলেই এর সত্যতা নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS