সিলেটে ৪১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

সিলেটে ৪১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় ৪১ জন বর্তমান ও সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো শুরু করেছে বিএনপি। তাঁদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. ছালাহ উদ্দিনও (রিমন) আছেন। অন্যরা কাউন্সিলর প্রার্থী। ২১ জুন এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রাত সাড়ে আটটার দিকে চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাঠানো কারণ দর্শানোর নোটিশ মহানগর বিএনপি পাঠাতে শুরু করেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, কেন দলের সিদ্ধান্ত অমান্য করে তাঁরা নির্বাচন করছেন, সেটি চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় দপ্তরকে জানাতে বলা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছে, ‘১৫ বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপিসহ দেশপ্রেমিক জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে কারাভোগ করছেন। নিপীড়ক সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন ও প্রায় ৫০ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘ইতিমধ্যে আমাদের অনেক নেতা-কর্মীকে গুম করে রাখা হয়েছে। এমতাবস্থায় বিএনপি এই অবৈধ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আপনি দলের একজন সদস্য হয়ে ব্যক্তিস্বার্থ চিন্তা করে এ সিদ্ধান্তকে উপেক্ষা করেছেন। সুতরাং, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।’

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন প্রথম আলোকে বলেন, আজ রাতের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। যাঁদের হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে না, তাঁদের সশরীর আগামীকাল রোববার চিঠি পৌঁছে দেওয়া হবে। যাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে, তাঁদের জবাব পাওয়ার পর সাংগঠনিক ব্যবস্থা নেবে কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS