পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তা কর্মীসহ নিহত ৪৭

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তা কর্মীসহ নিহত ৪৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের সমন্বিত হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য হয়েছেন। এ ঘটনার পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনী ৩৭ জনকে হত্যা করেছে। 

শনিবার ভোর ৩টার দিকে শুরু হওয়া এক হামলায় কথিত জাতিগত বালুচ বন্দুকধারীরা প্রাদেশিক রাজধানী কোয়েটার বেশ কয়েকটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে এ হামলা চালায়।

পাকিস্তান কয়েক দশক ধরে বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করছে।

এখানে বিদ্রোহীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তিনি বেলুচিস্তানের একাধিক স্থানে গুলিবর্ষণের পর ৩৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার জন্য বাহিনীর প্রশংসা করেন।

নকভি বলেন, এসব হামলা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ দ্বারা পরিচালিত হয়েছে।দেশটির সরকার নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের বিরুদ্ধে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)  ব্যবহার করে। সংগঠনটি প্রতিবেশী চিরশত্রু ভারতের মদদপুষ্ট।

এক বিবৃতিতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার জবাব দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার ভারতের প্রতি অভিযোগও করেছেন।

সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও যোগ করেন তিনি।

নয়াদিল্লি এখনও অভিযোগের জবাব দেয়নি।

হামলার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS