News Headline :
সোনা-রুপার দামে টানা রেকর্ড, ভরিতে বাড়ল ১৬ হাজার নিজের পদত্যাগের খবরকে গুজব বললেন গভর্নর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও এক মাস পরিকল্পনার ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও জনসমর্থন পাব নারী ক্ষমতায়নে খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়: সেলিমা রহমান শেরপুরের ঘটনায় পুলিশসহ গোটা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ : জামায়াত নারীর সঙ্গে বসতেই অস্বস্তি হলে প্রতিনিধিত্ব করবেন কীভাবে: প্রশ্ন ডা. মনীষার শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি: মাহদী আমিন নির্বাচন সামনে রেখে নিজ দেশের নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য ভারতে আটক থাকা ১২৮ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
পল্লবীতে ফের গুলি, মুদি দোকানি আহত

পল্লবীতে ফের গুলি, মুদি দোকানি আহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামে এক মুদি দোকানি আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাটি মাদক-সংশ্লিষ্ট কারণে ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর সেকশনের ‘ই’ ব্লকের ৫ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে।

এটি তাদের নিজস্ব বাড়ি। বাড়ির নিচতলায় আফরোজার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর একটি মুদি দোকান রয়েছে। ওই দোকানেই কাজ করেন দীপু।

আহত দীপু বলেন, আমি বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম।এ সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে দুই থেকে তিনজন ছিল। তারা ধীরে ধীরে আমার কাছে আসে। তখন বুঝতে পারিনি তারা ছিনতাইকারী।

কাছে এসেই একজন ছুরি বের করে সঙ্গে যা আছে সব বের করে দিতে বলে। এরপর তারা নিজেরাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। পরে মোবাইল ফোন নিতে চাইলে বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে পেছন থেকে একজন গুলি করে। মানিব্যাগে আমার শ্যালক শুভর বিয়ের কেনাকাটার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল।সেগুলো নিয়ে গেছে।

তবে পুলিশের দাবি, এটি ছিনতাইয়ের ঘটনা নাও হতে পারে। মাদক-সংশ্লিষ্ট দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গুলিতে দীপু আহত হয়েছেন কি না, সে বিষয়েও চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মাদক নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) মোস্তাক আহমেদ বলেন, পল্লবী থেকে দীপু নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS