ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রতিপক্ষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এবং সবকিছুতেই বিএনপির দোষ খোঁজা হচ্ছে।
প্রতিপক্ষের প্রার্থীর ‘লাল কার্ড’ দেখানোর হুমকির জবাবে মির্জা আব্বাস পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, একজন বলছে— চাঁদাবাজি না কমালে লাল কার্ড দেখাবে। আরে, চাঁদাবাজি তো আপনারাই করছেন! যারা লাল কার্ডের ভয় দেখাচ্ছেন, ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখিয়ে বিদায় করবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মালিবাগ ও গুলবাগ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মির্জা আব্বাস বলেন, আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, সেটিও নাকি আমার দোষ! বলা হচ্ছে, আমি হুমকি দিয়েছি। অথচ আমি তোমাদের বয়সে পুরো ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। আমার যত ভক্ত আছে, তোমাদের আত্মীয়স্বজনও তত নেই।
তিনি আরও বলেন, যে যত কথাই বলুক, আমি তাদের ফাঁদে পা দেব না।আমার ভোট আমি চাইব, তুমিও ভোট চাও। এলাকার জন্য কী করেছ আর কী করবে, তা বলো। তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছ।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ’৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি।
কেউ পারবে না বলতে, আমাকে পাওয়া যায়নি। যখন আন্দোলন-সংগ্রাম করেছি, তখন হাত উঁচিয়ে এ এলাকার মানুষ সমর্থন দিতেন। পুলিশি হামলা হলে বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থী কি আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে পালিয়ে বেড়িয়েছেন? আপনাদের কাজ শুধু কুৎসা রটানো।
মির্জা আব্বাস আরও বলেন, দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে এবং বিএনপিকে সরানোর চক্রান্ত হচ্ছে।তবে বিএনপি কোনো দুর্বল শক্তি নয় এবং বানের জলে ভেসে আসেনি।
মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় পার করেন ঢাকা-৮ আসনের ধানের শীষের এই প্রার্থী। সকালে মালিবাগ ও শাহজাহানপুর এলাকা থেকে শুরু করে মৌচাক মোড় ও রাজারবাগ পুলিশ গেট পর্যন্ত গণসংযোগ করেন তিনি। বিকেলে ১১ নম্বর ওয়ার্ড বিএনপির বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন। সন্ধ্যায় ও রাতে শাহজাহানপুর ঝিল মসজিদ, ফকিরেরপুল এবং আরামবাগ এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।