News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল

ব্যবসায়িক সংকটের কারণে আপাতত সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বলে জানিয়েছেন তিনি নিজেই। 

রাজধানীর সাভারে অবস্থিত অনন্ত জলিলের ফ্যাক্টরিতে একসময় যেখানে প্রায় ১২ হাজার কর্মী কাজ করতেন, বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজারে। এই পরিস্থিতিতে ব্যবসার সংকট কাটাতেই এখন পুরো মনোযোগ দিচ্ছেন তিনি।

ব্যবসার অবস্থা নিয়ে অনন্ত জলিল জানান, অভিনয় নিয়ে এখন কোনো ভাবনাই নেই তার। এমনকি পেন্ডিং থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না। 

তার ভাষায়, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম।ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না।’

তিনি বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকেই ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। তখন থেকেই তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। 

এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউই করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’

বর্তমানে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমা শুটিং পর্যায়ে ছিল।

পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ ছবির মহরত হলেও শুটিং শুরু হয়নি। 

এসব সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিলের মন্তব্য, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS