News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’

‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’

টেলিভিশনের পর্দায় কিছুদিন ধরেই দেখা যাচ্ছে এক নতুন মুখ-সংযত, শান্ত, কিন্তু চোখে একরাশ দৃঢ়তা। দীপ্ত টেলিভিশনের মেগাধারাবাহিক ‘পরম্পরা’-তে মেঘা চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকের নজরে আসছেন জান্নাতুল ফেরদৌস কাজল।

আলো ঝলমলে প্রচারের চেয়ে যার আগ্রহ বেশি কাজে, ট্রেন্ডের চেয়ে যার লক্ষ্য দীর্ঘ পথচলা। নতুন বছর শুরুর পরপরই ধারাবাহিকটির নিয়মিত সম্প্রচারে ব্যস্ত সময় কাটছে কাজলের।

শুক্রবার ছাড়া সপ্তাহের প্রায় প্রতিটি দিনই তাকে দেখা যাচ্ছে পর্দায়। তবে ব্যস্ততার মধ্যেই থেমে নেই তার যাত্রা। 
সম্প্রতি শুরু হয়েছে নতুন একক নাটক ‘তবুও ভালোবাসা রয়ে গেল’-এর শুটিং। পরিচালক আলোক হাসান নির্মিত এই স্যাড রোমান্টিক নাটকে কাজলের বিপরীতে অভিনয় করছেন শুভ।

কাজলের কাছে এটি বিশেষ এক কাজ। কারণ মেগাধারাবাহিকের পর এটিই তার প্রথম প্রধান চরিত্রের একক নাটক। তিনি বলছেন, ‘গল্প আর চরিত্র—দুটোই আমার খুব পছন্দ হয়েছে। অনেক আনন্দ নিয়ে কাজটা করছি।

May be an image of ‎smiling and ‎text that says কাজী মিডিয়া লিমিটেড কাজী নিয়লিডর্য়রাজিভ লিমিটেড প্রজিত প্রযোজিত স্বপ্ন আর বাস্তবতার মাধ্যে মেঘা কাকে বেছে নেবো? 

দীপ্ত মেগা সিরিয়াল পরম্পরা অনেক প্রজল্মের একটাই বন্ধন! POLO ji ৩ জানুয়ারি থেকে রাত ৯টা৩০ মিনিটে کو িদ্ play দীপ্ত DOCFTOT Visit- visit-www.daeptoplay.com www.daeptaplay.com’‎‎

‘পরম্পরা’ দিয়েই মূলত অভিনয়ে তার নতুন অধ্যায়ের শুরু। বিরতির পর এই ধারাবাহিক তাকে আবার ক্যামেরার সামনে ফিরিয়ে এনেছে।

কাজল বলছেন, ‘আগে ছোট ছোট কিছু চরিত্র করেছিলাম, এরপর অভিনয় নিয়ে অনেক দূর যাবার পরিকল্পনা থেকেই বেশ অনেকদিন বিরতিতে ছিলাম। এই ধারাবাহিকটাকে আমার নতুন যাত্রা বলা যায়। দর্শকরাও পছন্দ করছেন।

যদিও এখনো খুব বড় প্রতিক্রিয়া আসেনি। মাত্র কয়েকটা পর্ব গেছে। সামনে বেশ কিছু টুইস্ট আছে, তখন হয়তো দর্শকরা আরও রিলেট করতে পারবেন।’

নিজেকে এখনো শিক্ষানবিশ হিসেবেই দেখেন কাজল। অভিনয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গিতে নেই কোনো তাড়াহুড়া, নেই রাতারাতি তারকা হওয়ার বাসনা। তার কথায়, ‘আমি একদমই নতুন। শেখার অনেক কিছু বাকি। শুধু অভিনয়টা নিয়মিত করে যেতে চাই।’

মডেলিং দিয়ে শুরু হলেও কাজলের অভিনয়ের যাত্রা শুরু হয় ২০২২ সালে মিফতাহ আনান পরিচালিত নাটক ‘ডিস্টার্ব মি’ দিয়ে। এরপর একাধিক নাটকে কাজ করেন তিনি। এরপর কাজ করেন মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলনে’ এবং অনম বিশ্বাসের ‘ভাইরাস’ ওয়েবে। পাশাপাশি গ্রামীণফোন, বিকাশসহ নানা ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তাঁর উপস্থিতি চোখে পড়েছে।

অভিনয়ে অনুপ্রেরণা হিসেবে কাজলের নামের তালিকায় আছে সময়ের জনপ্রিয় শিল্পীরা। তিনি বলেন, মেহজাবীন আপু আর তিশা আপুর কাজ আমি নিয়মিত দেখি। শেখার চেষ্টা করি। নিশো ভাইয়াকেও আমার খুব ভালো লাগে। সুযোগ পেলে উনার সঙ্গে কাজ করতে চাই।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজল স্পষ্ট এবং শান্ত। তার কাছে অভিনয় কোনো ক্ষণস্থায়ী আলো নয়, বরং দীর্ঘ সাধনার পথ।

তিনি বলেন, মন দিয়ে অভিনয়টা করে যেতে চাই। প্রতি মুহূর্তে শেখার অনেক কিছু আছে। হুটহাট ট্রেন্ডিংয়ে আসার ইচ্ছে নেই। হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না। লম্বা সময় ধরে অভিনয় করে যেতে চাই আর দর্শকের ভালোবাসা পেতে চাই। আপাতত এটুকুই চাওয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS