জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে আমেরিকার আঁতাত হয়েছে: মির্জা ফখরুল

জামায়াতের সঙ্গে আমেরিকার গোপন আঁতাত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য ভালো নয় এবং এটি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।

শনিবার (২৪ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা ধানের শীষের ভোট চাইতে এসেছি।আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এর মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা গ্রহণ করা যাবে।কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS