বাঞ্ছারামপুর দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে

বাঞ্ছারামপুর দেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে

এমনভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই যাতে বাঞ্ছারামপুর বাংলাদেশের জন্য একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ও বিএনপি সমর্থিত মাথাল মার্কার প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার (২৩ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বাঞ্ছারামপুরের মানুষের জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের উপযুক্ত কর্মসংস্থান, মেঘনা সেতু নির্মাণ, প্রবাসীদের অধিকার, বাঞ্ছারামপুরে বিনিয়োগের পরিবেশ ও পর্যটন সম্ভাবনা তৈরি, কৃষক-শ্রমিক, খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্যা আদায় এবং নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি আমাদের এ পরিকল্পনার অংশ হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, সদস্য ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন জিয়া, গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলার সমন্বয়ক শামীম শিবলী, কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান মিরাজ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন (অব) খালেদ হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশনের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সম্পাদক জাহিদ সুজন।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS