মুছাব্বির হত্যাকাণ্ড: নরসিংদী থেকে আরেক শুটার গ্রেপ্তার

মুছাব্বির হত্যাকাণ্ড: নরসিংদী থেকে আরেক শুটার গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরও এক শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত হত্যাকাণ্ডে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে আবদুর রহিম নামের ওই শুটারকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুর রহিমকে সঙ্গে নিয়ে মুছাব্বির হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার অভিযানের কাজ চলছে।

এর আগে, গত ১১ জানুয়ারি ডিবি হত্যাকাণ্ডে জড়িত শুটার জিন্নাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এর আগে ৭ জানুয়ারি রাত ৮টার পর রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের একটি গলিতে মোটরসাইকেলে আসা আততায়ীরা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ছিলেন।আহত আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

এই ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম অজ্ঞাতনামাদের আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS