এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি কৃষি জমির মালিক চট্টগ্রাম-১৩ আসনের পদপ্রার্থী মো. আলী আব্বাস। তিনি জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী। তার জমির পরিমাণ ১ হাজার ২৯০ একর ২৬ শতাংশ বা ৩ হাজার ৮৭১ বিঘা।
ত্রয়োদেশ জাতীয় নির্বাচনের হলফনামায় তিনি এ জমির পরিমাণ উল্লেখ করেছেন।
উল্লেখিত জমির মধ্যে কৃষি জমি ৮৯৭ দশমিক ৯০ একর এবং অকৃষি জমির পরিমাণ ৩৯২ একর ৩৬ একর।
দ্বিতীয় সর্বোচ্চ জমির মালিক দিনাজপুর-৫ সংসদীয় এলাকার প্রার্থী মো. আনোয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। আনোয়ার হোসেন ২৩৬ দশমিক ৮০ একর জমির মালিক।এর মধ্যে ২৩৬ দশমিক ৮০ একর কৃষি জমি। আর অকৃষি জমির পরিমাণ মাত্র ৮ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ জমির মালিক কাজী খায়রুজ্জামান শিপন। তার জমির পরিমাণ ১০০ বিঘা।
তিনি বাগেরহাট-৪ সংসদীয় এলাকার স্বতন্ত্র প্রার্থী। শিপনের পুরোটাই কৃষি জমি।
চতুর্থ সর্বোচ্চ জমির মালিক মো. সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলামের জমির পরিমাণ ১০০ দশমিক ৩৭ একর। তার ১০০ একর কৃষি জমি, আর অকৃষি জমি ৩৭ শতাংশ।সিরাজুল ইসলাম নীলফামারী-২ সংসদীয় এলাকা বাংলাদেশ ন্যাস্টালিস্ট পার্টি (বিএনএফ) মনোনীত প্রার্থী।
পঞ্চম সর্বোচ্চ জমির মালিক শরীয়তপুর-২ সংসদৗয় এলাকার মো. সফিকুর রহমান কিরণ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী। তার জমি পরিমাণ ৮৫ দশমিক ৬০ একর। এর মধ্যে কৃষি জমি ৮১ দশমিক ৫৮ একর। আর অকৃষি জমির পরিমাণ ৪ দশমিক ০৩ একর।
ষষ্ঠ সর্বোচ্চ জমির মালিক শরীয়তপুর-২ আসনের প্রার্থী ফারহানা কাদিরের জমির পরিমাণ ৭২ দশমিক ০৪ একর। তিনি স্বতন্ত্র প্রার্থী। তার কৃষি জমির পরিমাণ ৬৮ দশমিক ০২ একর এবং অকৃষি জমির পরিমাণ ৪ দশমিক ০৩ একর জমি।
এছাড়া কিশোরগঞ্জ-৫ এর স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুজিবর রহমান ইকবালের মোট জমি ৬১ দশমিক ৯১ একর। ২৩১ সিলেট-৩ এর স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিমের জমির পরিমাণ ৬০ দশমিক ৭৯ একর। নড়াইল-১ এর বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের জমির পরিমাণ ৬২ দশমিক ০৪একর এবং মৌলভীবাজার-৪ আসনের স্বতন্ত্র প্রাথীর মো. মহসিন মিয়ার জমির পরিমাণ ৫৪ দশমিক ৮৬ একর।
সর্বোচ্চ অকৃষির জমির মালিক যথারীতি চট্টগ্রাম-১৩ এর আলী আব্বাস। এর বাইরে লক্ষ্মীপুর-২ সংসদীয় এলাকার ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন ২৩০ একর অকৃষি জমির মালিক। তৃতীয় সাতক্ষীরা-২ সংসদীয় এলাকার বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুর রউফ ২১০ দশমিক ৫৬ একর অকৃষি জমিসহ মোট ২৩০ দশমিক ৮১ একর জমির মালিক। চতুর্থ কুড়িগ্রাম-২ সংসদীয় এলাকার বিএনপি মনোনীত প্রার্থী মো. মোহেল হোসনাইন কায়কোবাদ ১৫৬ দশমিক ৩২ একর অকৃষি জমিসহ মোট ১৬১ দশমিক ০৮ একর জমির পরিমাণ। পঞ্চম বান্দরবান সংসদীয় এলাকার বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু ৬৭ দশমিক ৮৭ একর অকৃষি জমিসহ ৭৭ দশমিক ৮৭ একর জমির মালিক।
এক ব্যক্তির নামে ১০০ বিঘার বেশি জমি না থাকার বিধান (ভূমি সংস্কার আইন ২০২৩–এর খসড়া অনুযায়ী ৬০ বিঘা) থাকলেও অনেক সংসদ সদস্য পদপ্রার্থীর একশ বিঘার বেশি জমি রয়েছে। নির্বাচন কমিশন যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশও করা হয়েছে।