রাজধানীর নতুনবাজার এলাকার ১০৩ নম্বর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাজাহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুনবাজারের একটি মার্কেটে আগুন লাগার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।এগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।