নেটফ্লিক্স সিরিজ ‘দ্য রয়্যালস’ সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভূমি পেডনেকর। এটি মুক্তির পর নায়িকার অভিনয় নিয়ে প্রশ্ন তোলা হয়। ফলস্বরূপ, তিনি অভিনয় থেকে নয় মাসের বিরতি নেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই বিষয়টি প্রকাশ করেছেন।
সাক্ষাৎকারের সময়, তিনি এই নয় মাস ধরে নিজের উপর কীভাবে কাজ করেছেন তাও শেয়ার করেছেন।
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভূমি বলেন, ‘প্রচুর ট্রোলিং হচ্ছিল। আমার সমালোচনা হচ্ছিল। আমার অভিনয় নিয়েও প্রশ্ন তোলা হচ্ছিল।এর ফলে আমি আমার জীবন সম্পর্কে কিছু বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম। তার মধ্যে একটা ছিল বিরতি নেওয়া। আমি সামাজিকমাধ্যমে ঘোষণা করিনি যে, আমি অভিনয় থেকে বিরতি নিচ্ছি কারণ আমি নাটক চাই না।
ভূমি আরও বলেন, নয় মাস হয়ে গেল আমি বিরতি নিয়েছি।
এই নয় মাসে আমি কোনও সিনেমা বা সিরিজের সেটে যাইনি। এই বিরতির সময় আমি কেবল সিনেমা দেখেছি, বই পড়েছি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কোর্স করেছি এবং আমার জীবনের অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করেছি।
ভূমি বলেন, ‘আমি ক্লান্ত ছিলাম। একজন অভিনেতা হিসেবে, একজন মানুষ হিসেবে আমি কে, ভূমি কে তা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম, তাই আমাকে একটু বিরতি নিতে হয়েছিল। আমাকে কোলাহল থেকে দূরে সরে এসে এমন মানুষদের খুঁজে বের করতে হয়েছিল যারা আমার সত্যিকারের শুভাকাঙক্ষী এবং যাদের সত্যিকার অর্থে ভালো কিছু বলার আছে।’
ভূমি আরও বলেন, ‘আমি আমার কাজের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করলাম, ‘‘আমি কি সত্যিই অভিনয় করতে পারি? আমার মধ্যে কি এটা আছে?’’ তারপর বুঝতে পারলাম যে আমার যা ছিল তা হালকাভাবে নেওয়া বন্ধ করা উচিত। আমি খুবই কৃতজ্ঞ যে সকলে ‘দ্য রয়্যালস’ দেখেছে এবং আমাকে বলেছে- আমি কোথায় ভুল করছি। তাদের কারণেই আমি একজন ব্যক্তি হিসেবে ভূমির সঙ্গে এবং একজন অভিনেতা হিসেবে ভূমির সঙ্গে আবার সংযোগ স্থাপন করতে পেরেছি।’’