নাম পরিবর্তন হয়ে ইউটিউবে মিথিলার সিনেমা

নাম পরিবর্তন হয়ে ইউটিউবে মিথিলার সিনেমা

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত বছর ফেব্রুয়ারিতে।

এবার এটি মুক্তি পেল ইউটিউবে।তবে বদলে গেল নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে সিনেমাটি দেখা যাচ্ছে।

জানা গেছে, ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে। তবে বিষয়টি অনেকের অজানা ছিল।অবশেষে ফেসবুকে ‘জলে জ্বলে তারা’র মুক্তির বিষয়টি জানান নির্মাতা অরুণ চৌধুরী।

নাম পরিবর্তনের বিষয়ে নির্মাতা জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণে ইউটিউবে নাম পরিবর্তন করা হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তার অভিনীত চরিত্রের নাম তারা।

নদীর পাড়ে যার বাস। ঘুরে ঘুরে নানা ধরনের সার্কাস দেখিয়ে বেড়ায় সে।

মিথিলা জানিয়েছিলেন, চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল।

এতে মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS