ক্ষোভ প্রকাশ বুবলীর, চান সাইবার ক্রাইমের সহযোগিতা

ক্ষোভ প্রকাশ বুবলীর, চান সাইবার ক্রাইমের সহযোগিতা

সামাজিকমাধ্যমে প্রায়ই’ ট্রলিংয়ের শিকার হন তারকারা। এবার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী।

সম্প্রতি একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এ নায়িকা। তখন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে ইদানিং মেয়েরা মেয়েদেরকে বেশি ট্রলিং করে।বলতে বাধ্য হচ্ছি অনেক হিজাব পরা নারী আছেন, তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন। 

বুবলী আরও বলেন, আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ, আমাদের ইসলামে গিবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।

এ সময় পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে।এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

প্রসঙ্গত, সম্প্রতি গুঞ্জন উঠেছে যে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলী। এ বিষয়ে তার কাছে প্রশ্ন রাখা হলে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

শুধু বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি সেটিকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ্য থাকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS