ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুর্দান্ত বোলিং ও ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ২০২৫ সালের ডিসেম্বরের ‘আইসিসি মেন’স প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস এবং নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পেছনে ফেলে এই সম্মাননা জিতে নিলেন ৩৫ বছর বয়সী এই পেসার।
আইসিসির এই স্বীকৃতি পেয়ে গর্বিত স্টার্ক বলেন, ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হতে পারা সম্মানের। ঘরের মাঠে অ্যাশেজ জয়ের মতো বড় অর্জনের পিঠে এই স্বীকৃতি আসায় এটি আরও বিশেষ হয়ে উঠেছে।
আমাদের লক্ষ্য এখন এই ছন্দ ধরে রেখে আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া।’
ডিসেম্বরের শুরুতে ব্রিজবেন টেস্টে ৮ উইকেট নিয়ে মাসের শুরুটা দারুণভাবে করেন স্টার্ক। এরপর অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্টেও তার ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ডিসেম্বর মাসে সব মিলিয়ে ১৬টি উইকেট শিকার করেন তিনি।
তবে স্টার্কের অবদান শুধু বল হাতেই সীমাবদ্ধ ছিল না; ব্যাট হাতেও ব্রিজবেন ও অ্যাডিলেডে দুটি গুরুত্বপূর্ণ হাফ-সেঞ্চুরি করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখেন। পুরো সিরিজে ৩১ উইকেট নিয়ে তিনি ‘সিরিজ সেরা’র পুরস্কারও জিতেছিলেন।
মিচেল স্টার্কের এই জয়ের মাধ্যমে দীর্ঘ দুই বছর পর কোনো অস্ট্রেলীয় ক্রিকেটার আইসিসি মাসের সেরা নির্বাচিত হলেন। এর আগে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এই পুরস্কার জিতেছিলেন।