কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করতে স্বতন্ত্র সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২৬ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বাড়াতে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ রহিত করে কাস্টমস আইন-২০২৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২৬ প্রণয়ন করে গত ৮ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ এর উল্লেখযোগ্য দিক:
প্রথমত: কাস্টমস স্টেশন ভিত্তিক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো জাতীয় রাজস্ব বোর্ড থেকে পূর্বানুমোদন দরকার হবে না।
পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স নিতে পারবেন।
দ্বিতীয়ত: নিয়মিত পরীক্ষা নিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।
এবং তৃতীয়ত: জাতীয় রাজস্ব বোর্ড কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ করে দিলে ওই স্টেশনের অনুকূলে ইস্যু করা সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা আগের মতো বাতিল করা হবে না। অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সধারী অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাওয়া যাবে।
আগে সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স দেওয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ মোতাবেক সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো।