News Headline :
সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি করেছে এনবিআর সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন বাংলানিউজের এসএমএ কালাম ‘১১ দলীয় জোট’র প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে আসেনি ইসলামী আন্দোলন জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি জানালো বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ ৪ ঘণ্টা পর গাবতলী টেকনিক্যাল মোড়ে যান চলাচল স্বাভাবিক বেসরকারি স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ বাড়ল দেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমাদানির নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত রমজানে এলপিজি গ্যাসের সংকট হবে না: বিইআরসি চেয়ারম্যান পুরোনো বন্দোবস্তের ধারক গোষ্ঠীর পুনরুত্থান ঘটেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-কমিশনার পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি

মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন-কমিশনার পদে নিয়োগে গণবিজ্ঞপ্তি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

গণবিজ্ঞপ্তিতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৬-এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি সংবলিত জীবনবৃত্তান্ত এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি আহ্বান করা হয়েছে।

এসব তথ্যাদি আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, কক্ষ নং ৬২৮, ভবন নং ০৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে (ই-মেইল: secretary@legislativediv.gov.bd) প্রেরণের আহ্বান জানানো হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS