গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণীতে সঞ্চালনায় প্রিয়াঙ্কা

গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণীতে সঞ্চালনায় প্রিয়াঙ্কা

আগামী ১১ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসবে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। ৮৩তম গোল্ডেন গ্লোবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।  

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ অনুষ্ঠান সঞ্চালকদের নামের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও বিশ্বের হাইপ্রোফাইল তারকারা রয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের মতো তারকারা।  

সঞ্চালক নিকি গ্লেজারের সঙ্গে এ তালিকার উপস্থাপকেরা মঞ্চে যোগ দেবেন। এবারো অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকছেন তিনি। ডিক ক্লার্ক প্রোডাকশন্স প্রযোজিত এই অনুষ্ঠান ১১ জানুয়ারি সরাসরি সম্প্রচারিত হবে- বিকাল ৫টা (পিটি) / রাত ৮টায় (ইটি) সিবিএস চ্যানেলে।বাংলাদেশ সময় সোমবার (১২ জানুয়ারি) সকাল ৭টায়। 

এবারের আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে অবস্থান করছে এটি। আটটি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে রয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

‘সিনার্স’ ও ‘হ্যামনেট’ পেয়েছে ছয়টি করে মনোনয়ন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS