শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস!

শাকিব খানের সঙ্গে পর্দায় ফিরতে চান অপু বিশ্বাস!

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে সুযোগ পেলে সিনেমায় জুটি বাঁধতে চান অপু বিশ্বাস। এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী নিজেই। প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি, আর এই ফেরা ঘিরেই ফের আলোচনায় এসেছে জনপ্রিয় শাকিব-অপু জুটি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে একটি ইভেন্টে কথা বলতে গিয়ে শাকিব খানের প্রসঙ্গ ওঠে।

সেখানেই তার সঙ্গে পুনরায় কাজ করার সম্ভাবনা নিয়ে মুখ খোলেন অপু বিশ্বাস।

ঢালিউডে সুপারহিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পর দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। ফলে ভক্তদের মনে বহুদিন ধরেই প্রশ্ন- আবার কি বড় পর্দায় ফিরবে শাকিব-অপু জুটি?

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, তিনি একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার।তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই আপনাদের এই ইচ্ছার বিষয়ে বলতে চাই- যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি হাত বাড়িয়ে দেন, তাহলে আপনাদের সেই চাওয়া পূরণ হতেও পারে।

শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে অপু আরও বলেন, আমি আর শাকিব মোট ৭২টি সিনেমা করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো কাজ করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS