আইসিসির আয়ের বড় অংশই আসে পূর্ণ সদস্য দেশগুলোর মাধ্যমে: বিসিবি সভাপতি

আইসিসির আয়ের বড় অংশই আসে পূর্ণ সদস্য দেশগুলোর মাধ্যমে: বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আয়ের বড় একটি অংশ আসে পূর্ণ সদস্য দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দেশের এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, আইসিসি বর্তমানে ১২২টি দেশের সমন্বয়ে গঠিত একটি বৈশ্বিক ক্রিকেট সংস্থা। এর মধ্যে মাত্র ১২টি দেশ পূর্ণ সদস্য, বাকিরা এসোসিয়েট সদস্য হিসেবে যুক্ত।

বুলবুল বলেন, ‘আইসিসি হচ্ছে আমাদের বডি।

আইসিসির ১২২টা দেশ রয়েছে। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য দেশ, বাকিগুলো এসোসিয়েট সদস্য। আইসিসি আমাদের মাধ্যমেও ইনকাম করে। আমরা বিশ্বকাপ খেলি বলেই আইসিসি ইনকাম করে।’

তিনি আরও বলেন, আইসিসির অর্জিত আয়ের একটি বড় অংশ পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। 

বুলবুল যোগ করেন, ‘এই ইনকামের একটা বড় অংশ পূর্ণ সদস্য দেশগুলোতে দেওয়া হয়। আমাদের যে ইনকাম, সেটার একটা বড় অংশ প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ এর মধ্যে আবার ৫০ থেকে ৬০ শতাংশ আমরা আইসিসি থেকে পাই।’

তবে এই আয় স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই ইনকাম অর্জন করতে হয়। এখানে র‍্যাংকিংয়ের বিষয় আছে, ভালো খেলতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সই মূল নির্ধারক।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS