লঞ্চে মোটরসাইকেল পারাপার নিয়ে যে সিদ্ধান্ত হলো

লঞ্চে মোটরসাইকেল পারাপার নিয়ে যে সিদ্ধান্ত হলো

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তাসংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনেকেই লঞ্চে মোটরসাইকেল নিয়ে পরিবারসহ বাড়ি যায়। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, বিষয়টি যতটুকু পারা যায়, অ্যাডজাস্ট করতে। লঞ্চে মোটরসাইকেল পারাপারের বিষয়টি আমরা লঞ্চ মালিকদেরও বলেছি।

তিনি বলেন, আপনি যদি একাই বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে যান- আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আপনার সঙ্গে যদি পাঁচজন থাকে তাদের তো মোটরসাইকেলে তুলতে পারবেন না। সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে।

নৌপথে ভাড়া আগের মতোই থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাড়ার ব্যাপারে কোনো ওঠানামা নেই।

তাহলে লঞ্চে মোটরসাইকেল পারাপারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বিষয়টা এ রকম কি না- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বলতে পারেন।

এ সময় নৌপথের ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহার তিন দিন নদীতে বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। একই সময় পর্যন্ত পচনশীল পণ্য ও কোরবানির পশু ছাড়া অন্য কোনো মালামাল নৌপথে পরিবহন করা যাবে না বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS