টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্র্যাব) সেরা রিপোর্টিং পুরস্কার-২০২৫ অর্জন করেছেন সাংবাদিক নাজমুল আহসান তালুকদার। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ নিউজরুম এডিটর হিসেবে কর্মরত।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘সুস্থ সংস্কৃতি বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। নাজমুল আহসান তালুকদারের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
ট্র্যাবের সেরা অভিনেতার পুরস্কার পেয়ে নাজমুল আহসান তালুকদার বলেন, যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। আমি খুবই আনন্দিত। পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে কাজের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে যেন সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে পারি।
নাজমুল আহসান তালুকদার এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কর্মজীবন শুরু করেছিলেন ম্যাগাজিনে কাজের মধ্য দিয়ে। এরপর কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।