নামসর্বস্ব আটটি প্রতিষ্ঠান খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ ডিসেম্বর) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নামসর্বস্ব আটটি প্রতিষ্ঠান খুলে ইউসিবিএল ব্যাংক থেকে ৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ ও তার ভাইসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে কমিশন।
জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের নিয়ন্ত্রণে ছিল বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত এক বছরে একাধিক অর্থ লুটপাটের ঘটনায় জাবেদ পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।